প্রচ্ছদ » স্লাইডার নিউজ » পিরোজপুর জেলা হাসপাতালে পলেস্তারা খসে আহত সেই রোগীর মৃত্যু
Wednesday November 8, 2023 , 7:01 pm
রোগীর মর্মান্তিক মৃত্যুতে গণমাধ্যম কর্মীদের কাছে সিভিল সার্জনের দুঃখ প্রকাশ
পিরোজপুর জেলা হাসপাতালে পলেস্তারা খসে আহত সেই রোগীর মৃত্যু
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুর জেলা হাসপাতালের পুরুষ কেবিনে ছাদের পলেস্তারা খসে গুরুতর আহত হৃদরোগী আকবর আলী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার রাত ১টায় খুলনায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত আকবর আলীর ছেলে আরিফ বিল্লাহ জানান, পিরোজপুর হাসপাতালের চিকিৎসক ও নার্সদের চরম অবহেলার কারণেই তাঁর পিতার মৃত্যু হয়েছে। তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, হাসপাতালের অ্যাম্বুলেন্স না পেয়ে ভাড়া করা একটি অ্যাম্বুলেন্সে রাত ১১টার দিকে তাদের খুলনায় রওনা দিতে হয়েছে। এ কারণে তাঁর বাবা আরও অসুস্থ হয়ে পড়েন। আরিফ বিল্লাহ জানান, মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে পিরোজপুর জেলা হাসপাতালের পুরুষ কেবিনে একখণ্ড ছাদের পলেস্তারা হঠাৎ রোগী আকবর আলীর বেডের ওপর ভেঙে পড়ে। এতে তাঁর বাম হাঁটুর ওপরের অংশ ও শরীরের অন্যান্য স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হন। তালাবদ্ধ কেবিনে গিয়ে দেখা গেছে পলেস্তারার আঘাতে রোগীর বেডের একপাশ ভেঙে পড়েছে। সিভিল সার্জন ডা: হাসানাত ইউসুফ জাকী রোগীর মর্মান্তিক মৃত্যুর খবরে গণমাধ্যম কর্মীদের কাছে শুধুমাত্র দুঃখ প্রকাশ করেছেন। জেলা হাসপাতালের সিনিয়র নার্স শামিমা আক্তার জানান, ভর্তিকৃত রোগী আকবরকে একদিন আগেই হাসপাতাল থেকে রিলিজ করা হয়, কিন্তু তিনি হাসপাতাল ছেড়ে যাননি।