প্রচ্ছদ » স্লাইডার নিউজ » পিরোজপুর কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিক্তি প্রস্তর স্থাপন
Wednesday January 18, 2023 , 1:41 pm
সভাপতিত্ব করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: খালেদা খাতুন রেখা
পিরোজপুর কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিক্তি প্রস্তর স্থাপন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার (জানুয়ারি ১৭) রাতে ৩১ শয্য বিশিষ্ট কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যায় উন্নীতকরণ কাজের ভিত্তি স্থাপন করেন, পিরোজপুর দুই আসনের মাননীয় সংসদ সদস্য জাতীয় পার্টির (জেপির) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, পিরোজপুর জেলা সিভিল সার্জন ডাক্তার হাসনাত ইউসুফ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুজন সাহা সহ আরো অনেকেই। এ সময় ইউপির চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।