|
১৯৩৬ সনে এ বিদ্যালয়টি নির্মিত হয়, সংস্কারের অভাবে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে
পিরোজপুরের নাজিরপুরে জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ভবনে ক্লাশ করছে শিক্ষার্থীরা
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর হক মাধ্যমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ন ভবনে জীবনের ঝুঁকি নিয়ে ক্লাশ করছে পাচঁ শতাধিক শিক্ষার্থীরা। অভিভাবকরা তাদের ছেলে-মেয়েদের বিদ্যালয়ে পাঠাতে হিমসিম খাচ্ছে। এতে কমছে শিক্ষার্থীর সংখ্যাও। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ১৯৩৬ সনে এ বিদ্যালয়টি নির্মিত হয়। সংস্কারের অভাবে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। মাঝে মাঝে ধসে পড়ছে ছাদ ও দেয়ালের প্লাসষ্টার। ক্লাশ চলাকালিন অবস্থায় ছাদের প্লাসষ্টার ধসে পড়ে ছাত্র-ছাত্রীরা গুরতর আহত ও হয়েছে। এলাকাবাসীর ধারনা যে কোন মুহুর্তে ভবনটি ধসে পড়ে মারাত্মক দূর্ঘটনার কবলে পরতে পারে অসংখ্য ছাত্র-ছাত্রীর জীবন। এব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ বিশ্বাস জানান, বিদ্যালয়ের অন্য কোন ভবন না থাকায় বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের জরাজীর্ণ ভবনে পাঠদান করতে হচ্ছে এবং আমাদের টিচারদের জন্যও আলাদা কোন শিক্ষক মিলনায়াতন নেই তাই স্কুলের বিজ্ঞান বিভাগের কক্ষে স্কুলের অফিসিয়াল কাজ চালাচ্ছি। বিদ্যালয়টি ১৯৩৬ সনে নির্মিত হয় ২০০২ সালে ম্যানেজিং কমিটির নিজ উদ্যোগে ঐ চার রুম বিশিষ্ট ভবনটির ছাদ ফেলে দিয়ে টিনসেড করা হয়। বার বার উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন করেও কোন লাভ হয়নি। ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন জানান, ঝুঁকিপূর্ন ভবনের কারনে বিদ্যালয়টিতে দিন দিন ছাত্র-ছাত্রীর সংখ্যা কমে আসছে, অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে শঙ্কিত হচ্ছেন। এ বিষয়ে মোঃ জিয়াউদ্দিন আহসান, মোঃ হুমাউন কবির টুটুল, মোঃ মোস্তাজির রহমানসহ একাধিক অভিভাবকরা, সরকারের মাধ্যমিক অধিদপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আর্কষণ করে বিদ্যালয়টিতে নতুন ভবন তৈরির জন্য জোর দাবী করেন তারা। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি নাজিরপুরে যোগদান করার পরে রঘুনাথপুর হক মাধ্যমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ন-এ বিষয়ে আমার কাছে কোন আবেদন আসেনি, যদি আসে বিষয়টি লিখিত ভাবে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
এইচ.এম. দেলোয়ার হোসেন
Post Views:
১৭১
|
|