Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ৮, ২০২৪ ৮:০৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে ২৪৭ কেজি হরিণের মাংস উদ্ধার, গ্রেফতার ২ 
Saturday September 7, 2024 , 7:37 pm
Print this E-mail this

মাংস ফেলে পালানোর সময় দু’জনকে আটক করেছে যৌথ বাহিনী

পিরোজপুরে ২৪৭ কেজি হরিণের মাংস উদ্ধার, গ্রেফতার ২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের নেছারাবাদে গ্রামবাসীদের সহায়তায় ২৪৭ কেজি ২০০ গ্রাম হরিণের মাংস ফেলে পালানোর সময় দু’জনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সারেংকাঠী ইউনিয়নের পূর্ব গয়েসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কড়ফা বাজার সংলগ্ন খালে বাধা মাছের ট্রলার থেকে ১৯৯ কেজি ২০০ গ্রাম ও সোহাগদলের গড়াইবাড়ী মৃত হাতেম আলীর পরিত্যক্ত ঘর থেকে ৪৮ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতারকৃতরা হলেন-বরগুনা জেলার গহরপুর এলাকার মৃত মহিবুল হক মোল্লার ছেলে মো: হারুন মোল্লা (৫৫) ও পিরোজপুর জেলার মঠবাড়িয়ায়া উপজেলার তাপালবাড়ি গ্রামের আশরাফ আলী শিকদারের ছেলে মো: আবু কালাম (৫০)। জানা যায়, করফা বাজার সংলগ্ন এলাকায় রাত আড়াইটার দিকে গ্রামবাসীরা প্রতিদিনের ন্যায় পাহেরা দেওয়া অবস্থায় একটি মাছের ট্রলার ঢুকতে দেখে ডাকাত সন্দেহে চিৎকার দেয়। তাৎক্ষণিক ট্রলার থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীরা দু’জনকে ধরে ফেলে। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর হাতে দু’জনকে হস্তাস্তর করে গ্রামবাসীরা। এ বিষয়ে নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: এইচএম শাহিন বলেন, আমরা খবর পেয়ে গঠনাস্থলে গিয়ে একটি মাছ ধরা ট্রলারে হরিণের মাংস সহ দু’জনকে ধরতে সক্ষম হয়েছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।




Archives
Image
দুর্গাপূজায় স্কুল-কলেজ বন্ধ টানা ১১ দিন, অফিস ৩ দিন
Image
গ্রাহককে পিটিয়ে রক্তাক্ত, স্টার কাবাবের ম্যানেজারসহ গ্রেপ্তার ১১
Image
বরিশালে অফিস কক্ষ থেকে ভূমি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার!
Image
বরিশালে সিটি কর্পোরেশন এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ভরাট ও উত্তোলন
Image
কারসাজি করে বাড়ানো হয়েছে ডিমের দাম