প্রচ্ছদ » সাব-লিড-১ » পিরোজপুরে ১৫ স্থাপনা পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি
Sunday March 11, 2018 , 1:08 pm
বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে
পিরোজপুরে ১৫ স্থাপনা পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুর শহরের কলেজ রোড এলাকায় শনিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠানসহ ১৫টি স্থাপনা সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা। জানা যায়, শহরের খুমুরিয়া কলেজ রোড এলাকায় শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। একটি পেট্রোলের দোকান থেকে আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরে ভয়াবহ রূপ নেয়। এ সময় বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। দ্রুতই পেট্রোলের দোকানসহ একটি মিল, কম্পিউটারের দোকান, টেইলারের দোকানসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও নাজিরপুর উপজেলার ১টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের স্টেশন অফিসার মো. আব্দুল হক জানান, বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পেট্রোলের দোকান থাকায় আগুনের ভয়াবহতা বৃদ্ধি পায় ও নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।