সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে সভা পণ্ড করে এমপিকে হত্যার চেষ্টা
পিরোজপুরে এমপি রুস্তুমকে হত্যাচেষ্টা, থানায় মামলা
পিরোজপুরে এমপি রুস্তুমকে হত্যাচেষ্টা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্থানীয় এমপি ডা. রুস্তুম আলী ফরাজীর ওপরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে সাংসদের অনুসারী জয়নাল সরদার (৬০) এবং ইসমাইল হোসেন (৪৮) আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার সাপলেজা মডেল হাইস্কুল মিলনায়তনে। মামলা সূত্রে জানা গেছে, উপজেলা মতস্য বিভাগের জাতীয় মতস্য সপ্তাহ উপলক্ষে মতস্য সংরক্ষণ আইন ও চাষে জনসাধারণকে উদ্ধুদ্ধকরণ সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদ মিয়ার সভাপতিত্বে ওই সভায় সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার সময় সাপলেজা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান মিরাজ মিয়ার নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে সভা পণ্ড করে এমপিকে হত্যার চেষ্টা করেন। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাজাহারুল আমিন জানান, এমপির মুঠোফোনে অবহিত হয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় এমপির অনুসারী মাসুম মিয়া বাদী হয়ে এমপি ডা. রুস্তুম আলী ফরাজীকে হত্যা চেষ্টার অভিযোগে সাপলেজা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ ১০ জনকে আসামী করে একটি মামলা করেন।