|
| | | |
ঝন্টু মালের মোমবাতি তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়
পিরোজপুরে আগুনে পুড়ে গেছে ১০টি দোকান
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরে আগুনে পুড়ে গেছে ১০টি দোকান পিরোজপুরের মঠবাড়ীয়া পৌর শহরের বাজারে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে। বুধবার সকালে (২৮ মার্চ) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।মঠবাড়ীয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। পিরোজপুরে আগুনমঠবাড়ীয়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুর রহমান জানান, সকাল পৌনে ১০টার দিকে শহরের কাপুড়িয়া পট্টিতে থাকা ঝন্টু মালের মোমবাতি তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন, মঠবাড়ীয়া ও ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ঝন্টু মালের মোমবাতির কারখানা, পাঁচটি টিভি মেকারের দোকান, জামা কাপড় তৈরির দোকান, চায়ের দোকান, ডেকোরেটরের দোকান পুড়ে গেছে। মুন্নি ডেকোরেটরের মালিক মাহাবুব মিয়ার দাবি আগুনে তার একারই ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অপর ব্যবসায়ীদের ৪০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
Post Views:
১৪৬
|
| | | |
|
| | | |
Archives
| | | | |
| | | |
|
|