|
| | | |
মামলা দায়ের শেষে থানা পুলিশ আসামীকে পিরোজপুর আদালতে প্রেরণ
পিরোজপুরের স্বরূপকাঠিতে ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের স্বরূপকাঠিতে ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো: খাইরুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। খাইরুল উপজেলার সোহাগদল ইউনিয়নের বরছাকাঠি গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। জানা গেছে, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক (এস আই) মো: ইশতিয়াক হোসেনের নেতৃত্বে উপজেলার সোহাগদলের বরছাকাঠি এলাকায় অভিযান চালিয়ে খাইরুলকে আটক করে। এসময় তার ঘরের খাটের নিচ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে খাইরুলকে গাঁজাসহ নেছারাবাদ থানায় হস্তান্তর করে তারা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ পরিদর্শক (এস আই) মো: ইশতিয়াক হোসেন বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়ের শেষে থানা পুলিশ আসামীকে পিরোজপুর আদালতে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার ওসি মো: বনি আমিন।
Post Views:
৭০
|
| | | |
|
| | | |
Archives
| | | | |
| | | |
|
|