|
২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি ও ২টি ধারালো দেশী অস্ত্র উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়ায় ছাত্র ও যুবলীগের ১১জন অস্ত্রসহ গ্রেপ্তার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়ায় আসামি ছিনতাইয়ের ঘটনায় ছাত্র ও যুবলীগের ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি ও ২টি ধারালো দেশী অস্ত্র উদ্ধার করা হয়। আসামি ছিনতাইয়ের ঘটনায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ২৭ জনের নাম উল্লেখসহ আরও ২০–২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। এরপর বুধবার ভোরে মঠবাড়িয়া উপজেলা পরিষদ চত্বরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ মামলার প্রধান অভিযুক্ত ফল সোহেল (২৭) মঠবাড়িয়া উপজেলার পাতাকাটা এলাকার চাঁন মিয়ার ছেলে। বুধবার এক সংবাদ সম্মেলনে পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শফিউর রহমান এসব তথ্য জানান। পুলিশ জানায়, গত সোমবার রাতে ১৭টি মামলার আসামি সোহেল রানা ওরফে ফল সোহেলকে গ্রেপ্তার করা হয়। এরপর মঠবাড়িয়া থানায় নিয়ে আসার সময় পৌরসভার সামনে কিশোর গ্যাংয়ের ২০–২৫ জন সহযোগী পুলিশের ওপরে হামলা চালিয়ে সোহেলকে ছিনিয়ে নেয়। বুধবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে মঠবাড়িয়া উপজেলা পরিষদ চত্বর থেকে কিশোর গ্যাং নেতা ফল সোহেলের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি এবং রেদওয়ানের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি, ২টি ধারালো দেশি অস্ত্র উদ্ধার করে। এ সময় মঠবাড়িয়া উপজেলা পরিষদ চত্বর ও পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে চিহ্নিত মোট ১১ জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান বলেন, এ ঘটনায় এসআই কুদ্দুস বাদী হয়ে মঠবাড়িয়া থানায় পুলিশের ওপর হামলা ও অস্ত্র আইনে পৃথক পৃথক মামলা রুজু করেছেন। ১১ জন আসামিকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Post Views:
৭৬
|
|