পিরোজপুরের মঠবাড়িয়ায় ৭টি মামলার ওয়ারেন্ট ভুক্ত এক আসামী গ্রেফতার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়ায় ৭টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী ওবায়দুর (২৮) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (১৮-০৮-২০১৯) দুপুরে উপজেলার উত্তর মিঠাখালী রাস্তার মাথা নিজামের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওবায়দুর উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মোস্তফা খলিফার ছেলে। মঠবাড়িয়া থানার এ এস আই নাছির মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্স নিয়ে ৫টি মাদক মামলাসহ ৭টি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ওবায়দুর ওরপে বাইদুরকে উত্তর মিঠাখালী রাস্তার মাথা নিজামের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, সে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি ও বিভিন্ন অপরাধ করে অসছিল। মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম) জানান, গ্রেফতারকৃত ওবায়দুরের বিরুদ্ধে ৫টি মাদক মামলাসহ ৭টি ওয়ারেন্ট ও ইয়াবা বিক্রির অভিযোগ রয়েছে। সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। তাকে সোমবার আদালতে সোপর্দ করা হবে।