Current Bangladesh Time
সোমবার জানুয়ারি ২০, ২০২৫ ৫:২৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের মঠবাড়িয়ায় ঝুঁকিপূর্ণ ৩টি বেইলী ব্রিজ, দুর্ঘটনার আশংকা 
Saturday December 28, 2024 , 5:51 pm
Print this E-mail this

জমি অধিগ্রহণের প্রক্রিয়া শেষে ব্রিজ দুইটির নির্মাণ কাজ শুরু করা হবে

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঝুঁকিপূর্ণ ৩টি বেইলী ব্রিজ, দুর্ঘটনার আশংকা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের ঝুঁকিপূর্ণ ৩টি বেইলী ব্রিজ দিয়ে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ব্রিজ ৩টি শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত যানবাহনসহ হাজার হাজার সাধারণ মানুষ। শহরের দুই প্রবেশদ্বারে দুইটি এবং মধ্যখানে অবস্থিত একটি বেইলী ব্রিজ এখন পথচারীদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এরমধ্যে থানাপাড়া এলাকার কলবাড়ি খালের ওপর গার্ডার ব্রিজের নির্মাণ কাজ শুরু হলেও অন্য দুইটি ব্রিজ নির্মাণে কোন অগ্রগতি দেখা যাচ্ছে না। অথচ ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সাবেক সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী বহেরাতলা জামে মসজিদ সংলগ্ন খাল ও মাছ বাজার সংলগ্ন খালের অকেজো বেইলী ব্রিজের স্থানে গার্ডার ব্রিজ নির্মাণের ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন করেন। ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধনের এক বছরের অধিক সময় পার হয়ে গেলেও বহেরাতলা ও মাছ বাজার সংলগ্ন খালের ওপর ব্রিজের কাজ শুরু না হওয়ায় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানাগেছে, মঠবাড়িয়া শহরের প্রধান প্রবেশদ্বার বহেলাতলা ব্রিজ। ব্রিজটির স্টীলের পাতগুলো জরাজীর্ণ হয়ে যাওয়া প্রায়ই অটো, মাহেন্দ্র, ইজিবাইক, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের চাকা ব্রিজের ভাঙ্গা স্টীলের পাতের ভিতর ঢুকে ঘটছে দুর্ঘটনা। এছাড়া মাছ বাজার সংলগ্ন খালের বেইলী ব্রিজটির করুণ দশা। ব্রিজের স্টীলের পাতগুলো ফাঁকা হয়ে যাওয়ায় মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়রা জানান, শহরের গুরুত্বপূর্ণ তিনটি বেইলী ব্রিজ দিয়ে ঐতিহ্যবাহী কে এম লতিফ ইনস্টিটিউশন, সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ৫৬নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মঠবাড়িয়া সরকারি কলেজ, মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজ ও উদয়ন মাধ্যমিক বিদ্যালয় সহ অন্তত ১৫-২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ব্রিজের স্লাপগুলো নড়বড়ে হওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। শহরের ভাই ভাই ফার্নিচারের স্বত্ত্বাধিকারী শাহ আলম মীর জানান, সম্প্রতি তার দোকান থেকে একজন ক্রেতা খাট ও আলমিরা ক্রয় শেষে বাড়ি ফেরার পথে বহেরাতলা ব্রিজের স্টীলের স্লাপগুলো জরাজীর্ণ হওয়ায় দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে ওই ক্রেতার ব্যাপক ক্ষতিসাধন হয়। মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার জানান, মঠবাড়িয়া থেকে ঢাকা, খুলনা, বরিশাল, পিরোজপুর, ভান্ডারিয়া, পাথরঘাটা, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ সহ প্রায় ১৫টি রুটে এই বেইলী ব্রিজগুলো দিয়ে গাড়ি চলাচল করে। কিন্তু ব্রিজের স্টীলের স্লাপগুলো জরাজীর্ণ হওয়ায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি নাজমুল আহসান কবির জানান, অকেজো বেইলী ব্রিজের স্থানে গার্ডার ব্রিজ নির্মাণে এক বছর পূর্বে ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন করা হয়। কিন্তু এক বছরের অধিক সময় পার হয়ে গেলেও ব্রিজগুলো নির্মাণে কর্তৃপক্ষের কোন অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। সাফা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এ কে সাকিল আহম্মেদ জানান, মঠবাড়িয়া শহরের বহেরাতলা ও মাছ বাজার সংলগ্ন বেইলী ব্রিজ দুইটি খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম ব্রিজ। কিন্তু দীর্ঘদিন ধরে ব্রিজ দুইটি বেহাল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় সচেতন মহলের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তিনি ব্রিজ দুটি দ্রুত নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবী জানান। এব্যাপারে পিরোজপুর সড়ক ও জনপদের উপ-বিভাগী প্রকৌশলী রাজিমুল আলিম রাজু জানান, জমি অধিগ্রহণ করতে না পারায় মঠবাড়িয়ার বহেরাতলা ও মাছ বাজার সংলগ্ন স্টীল ব্রিজের কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। তবে জমি অধিগ্রহণের কাজ চলছে। তিনি আরো বলেন, আগামী দুই মাসের মধ্যে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শেষে ব্রিজ দুইটির নির্মাণ কাজ শুরু করা হবে।




Archives
Image
শিগগির ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা
Image
বিসিসির ছাঁটাইকৃত পরিচ্ছন্নতাকর্মীদের মানববন্ধন
Image
বরিশালে আড়তেই পচছে ফুলকপি-বাঁধাকপি-শালগম, বিপাকে ব্যবসায়ীরা
Image
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই
Image
সাইফ আলী খানের ওপর হামলাকারী বাংলাদেশি, সন্দেহ পুলিশের