প্রচ্ছদ » স্লাইডার নিউজ » পিরোজপুরের নাজিরপুরে স্টার জলসা দেখতে গিয়ে ৯ বছরের এক শিশু ধর্ষণ
Wednesday October 18, 2017 , 7:26 pm
শিশুটি বাড়ি ফিরে ভয়ে কাউকে কিছু না জানিয়ে ঘুমিয়ে পড়ে
পিরোজপুরের নাজিরপুরে স্টার জলসা দেখতে গিয়ে ৯ বছরের এক শিশু ধর্ষণ
এইচ.এম. দেলোয়ার হোসেন : পিরোজপুরের নাজিরপুরে স্টার জলসা দেখতে গিয়ে ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।এ ঘটনায় গতকাল দুপুরে ধর্ষিতার পিতা বাদী হয়ে নাজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।অভিযুক্ত অমিতাভ সরকার (১৯) ঘটনার পর থেকে পলাতক রয়েছে।উপজেলার দীর্ঘা ইউনিয়নের ঘোষকাঠী গ্রামে গত মঙ্গলাবার রাত সাড়ে আটটায় এ ঘটনা ঘটে।শিশুটিকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তার প্রচুর রক্তক্ষরণ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করেছেন।মামলার এজাহার ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে,ধর্ষিতা শিশুটি স্থানীয় একটি প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।মঙ্গলবার রাতের খাবার খেয়ে শিশুটি পাশের বাড়ির হরলাল সুতারের ঘরে টিভিতে স্টার জলসার সিরিয়াল দেখতে যায়।ওই বাড়িতে মামা দিপংকর সুতারের বাসায় অবস্থান করে ঘোষকাঠী কলেজে অধ্যয়নরত উপজেলার মনোহরপুর গ্রামের অমল সরকারের ছেলে অমিতাভ সরকার,রাত সাড়ে ৮টার দিকে সেখান থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে শিশুটিকে ডেকে পার্শ্ববর্তী হোগলা ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় সেখানে ফেলে পালিয়ে যায়।পরে শিশুটি বাড়ি ফিরে ভয়ে কাউকে কিছু না জানিয়ে ঘুমিয়ে পড়ে।গভীর রাতে প্রচুর রক্তক্ষরণ শুরু হলে শিশুটি অচেতন হয়ে পড়ে।তখন স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: রোকসানা ফেরদৌস জানান,প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে।প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরন করা হয়েছে।নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ধর্ষককে গ্রেপ্তারের জন্য পুলিশের কয়েকটি টিম কাজ করছে।শিশুটির পিতার লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রুজু হয়েছে।