Current Bangladesh Time
বৃহস্পতিবার ডিসেম্বর ১২, ২০২৪ ১:১৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালী শ্রী গুরু সঙ্ঘের ৫দিন ব্যাপী রাস উৎসব 
Saturday November 16, 2024 , 6:51 pm
Print this E-mail this

লাখো ভক্ত ও পূন্যার্থীদের সমাগমের মধ্য দিয়ে রাস উৎসবের মিলন মেলা

পিরোজপুরের কাউখালী শ্রী গুরু সঙ্ঘের ৫দিন ব্যাপী রাস উৎসব


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : লাখো ভক্ত ও পূন্যার্থীদের সমাগমের মধ্য দিয়ে শনিবার শুরু হয়েছে উপমহাদেশের মধ্যে অন্যতম পিরোজপুরের কাউখালী শ্রী গুরু সঙ্ঘ কেন্দ্রীয় আশ্রমের ৫দিন ব্যাপী রাস উৎসবের মিলন মেলা। শ্রী গুরু সঙ্ঘ প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৩ তম আবির্ভাব উপলক্ষে ১৬ নভেম্বর শনিবার শুরু হয়ে ২০ নভেম্বর বুধবার পর্যন্ত চলবে এ উৎসব। শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ শনিবার আশ্রম অঙ্গনে সংঘ পতাকা উত্তোলণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় আশ্রম প্রাঙ্গনে এসে শেষ হয়। শোভা যাত্রায় অংশ গ্রহণ করেন পিরোজপুর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান, উপজেলা বিএনপির আহবায়ক এস,এম আহসান কবীর, সদস্য সচিব এইচ.এম দ্বীন মোহাম্মদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃকি শ্রেণী পেশার নেতৃবৃন্দ। এ উৎসবে সারা দেশ সহ পার্শ্ববর্তী ভারত ও নেপাল থেকে হিন্দু সম্প্রদায়ের ভক্তরাও এ উৎসবে সমবেত হয়েছে। উৎসব উপলক্ষে আশ্রম সংলগ্ন মাঠে প্রতি বছরের ন্যায় এবারও বসেছে নানা রকমের দোকানপাট। মেলায় রকমারি পসরা সাজিয়ে বসেছে দোকানীরা। নাগরদোলা সহ শিশুদের বিনোদনেরও অনেক খেলনায় জমবে আনন্দমেলা। কাঠ ফার্নিচারের দোকান বসেছে উৎসবের অনেক আগে থেকেই। এদোকানগুলো চলবে অনুষ্ঠান শেষ হওয়ার পর আরও এক মাস পর্যন্ত। আশ্রম সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী ও সাধারণ সম্পাদক এডভোকেট রনঞ্জয় কৃষ্ণ দত্ত এ উৎসব সফল করার জন্য স্থানীয় প্রশাসন তথা রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ আগত সকল ভক্ত বৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: সোলায়মান জানান, এ উপলক্ষে প্রশাসন ব্যাপক নিরাপত্তার জোরদার করেছেন।




Archives
Image
‘আ.লীগ ফিরবে’ মন্তব্য করার অভিযোগ, ইউএনওকে প্রত্যাহারের নির্দেশ
Image
শহীদ সাগরের বাবার ওপর বরিশালের আগৈলঝাড়ায় হামলা
Image
কলকাতা-আগরতলার মিশনপ্রধানদের ঢাকায় আনার বিষয়ে যা জানা যাচ্ছে
Image
বরিশালে লঞ্চের কেবিন থেকে যাত্রীর ৮টি পাসপোর্ট-ডলার উধাও
Image
নিখোঁজ যুবকের নম্বর থেকে টাকা চেয়ে মায়ের কাছে ফোন, পুলিশ বলছে সিম ক্লোন