এই হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত
পিরোজপুরের কাউখালীতে সড়ক দুর্ঘটনায় এক বাস যাত্রী নিহত
মো: সজিব হোসেন ফরাজী : গত ৭ ডিসেম্বর কাউখালীর আশোয়া আমরাজুড়ীতে সড়ক দুর্ঘটনায় এক বাস যাত্রী নিহত। জানা যায়, বাস যাত্রীর বাড়ি আশোয়া আমরাজুড়ী। বরিশাল তার মেয়ের সাথে দেখা করে বাড়ি ফেরার সময় বাস থেকে নামার সময় বাস চালক হঠাৎ একটি গাড়ির সাইট দিতে গেলে মো: সরোয়ার মোল্লা নামের এক ব্যক্তি গাছ আর বাসের সাথে চাপা লেগে ঘটনাস্থলেই মারা যান। ২টা ১০মিঃ সময় ঘটনাটি ঘটলে এলাকার লোকজন তাকে নিয়ে নেছারাবাদ হাসপাতালে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সকাল ১০টার সময় তাকে পোস্ট মার্টেম করার জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়। বাস চালক ও কন্ট্রাক্টারকে আটক করা হয়। কাউখালী থানায় একটি অপমৃত্যুর মামলাও দায়ের করা হয়েছে। এদিকে ১০ তারিখ সকাল ১১ টায় আশোয়া আমরাজুড়ী ফেরিঘাট সংলগ্ন আশোয়া আমরাজুড়ী রোডে মোঃ সরোয়ার মোল্লার এই হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।