|
দিনব্যাপী এই অনুষ্ঠানে ১৫ জন মাতৃকেন্দ্রের সম্পাদিকারা অংশগ্রহণ করেন
পিরোজপুরের কাউখালীতে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (জুন ৬) দিনব্যাপী উপজেলা সমাজসেবা কার্যালয়ে সুদ মুক্ত ক্ষুদ্রঋণ, ঘুচায় দৈন্য আনে সুদিন, শেখ হাসিনার দিন বদলে সমাজসেবা এগিয়ে চলে-স্লোগানে উপজেলা পর্যায়ে ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নে পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকা ও সংশ্লিষ্ট কর্মচারীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন-কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। এছাড়া বিশেষ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মো: হুমায়ুন কবির, সোনালী ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ রাসেল। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন কবির। অনুষ্ঠানে ১৫ জন মাতৃকেন্দ্রের সম্পাদিকারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল বিষয় ছিল, জীবনযাত্রার মান উন্নয়ন, আর্থিক সচ্ছলতা বৃদ্ধি ও নারীর ক্ষমতায়নে ক্ষুদ্রঋণ কার্যক্রমের ভূমিকা।
Post Views: ০
|
|