Current Bangladesh Time
সোমবার অক্টোবর ১৩, ২০২৫ ১০:৫৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে লাশ হয়ে ফিরলেন দুই বিদ্যুৎ শ্রমিক 
Saturday September 10, 2022 , 7:52 pm
Print this E-mail this

ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর, পারিবারিক কবরস্থানে দাফন

পিরোজপুরের কাউখালীতে লাশ হয়ে ফিরলেন দুই বিদ্যুৎ শ্রমিক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুর কাউখালীর দুই বিদ্যুৎ শ্রমিক কাজের সুবাদে ফরিদপুরে এক ঠিকাদারের অধীনে বিদ্যুৎ সরবরাহ লাইণে কাজ করতে যান। স্থানীয় শ্রমিক ঠিকাদার রুবেল তাঁদেরকে বিদ্যুৎ লাইনে কাজ করার জন্য দৈনিক চুক্তিতে ফরিদপুরের ওজিওপাজিকো কাজ করতে নিয়ে যান। সেখানে গত ৬ সেপ্টেম্বর একটি লাইন সরবরাহের জন্য বিদ্যুতের খুটিতে উঠে লাইনের কাজ করার সময় অসাবধানতাবত: পাশে থাকা ৩৩ হাজার কেবি লাইনে সংস্পর্শে মুহুর্তের মধ্যে তাঁরা ছিটকে পরে একটি বাড়ির ভবনের ভিতরে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা নিয়ে যাওয়া হয়। সেখানে তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত শুক্রবার লাশ হয়ে দু’জন বিদ্যুৎ শ্রমিক বাড়ি ফেরেন। এরা হলেন-উপজেলার চিরাপাড়া গ্রামের জাহাঙ্গীর ইসলামের ছেলে রিয়াদ হোসেন (২০) এবং ডুমজুড়ী গ্রামের মো: রহিমের ছেলে মো: শাওন (২০)। তাঁদেরকে শনিবার ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করে জানাজার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এক মাত্র ছেলে শাওনকে হারিয়ে পাগল প্রলাব বলছেন তাঁর বাবা রহিম।




Archives
Image
ইতালি পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
Image
চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের পাশে শাকিব খান
Image
পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই বরিশালে গরুর মাংস বিক্রির অভিযোগ
Image
বরিশালে সার্ক টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার
Image
ইন্টার্ন চিকিৎসকদের পদায়নে দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশাল শেবাচিম পরিচালক