|
কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে
পিরোজপুরের কাউখালীতে যুবসংহতি জেপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালীতে জাতীয় যুবসংহতি জেপি’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়েছে। সোমবার বিকলে কাউখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। কাউখালী জাতীয় পার্টি জেপি’র উপজেলা কার্যালয়ে জাতীয় যুবসংহতির আহ্বায়ক মো. জাকির হোসেন নসুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জেপি’র সভাপতি মো.মাহাবুবুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. শাহ আলম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক খান মোঃ বাচ্চু, জেপি নেতা ও ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার সিকদার, যুবসংহতির যুগ্ম আহ্বায়ক লিটন শেখ, মিজানুর রহমান, নুরুজ্জামান মনু, সদস্য সচিব মঞ্জুরুল মাহফুজ পায়েল, প্রমুখ। বক্তারা কাউখালীসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান।
Post Views:
১৯১
|
|