|
প্রত্যাশিত ফলাফল না পাওয়ার কারণে অভিভাবকদের ডাল ভাত খেয়ে সন্তানদের গৃহশিক্ষক রেখে পড়াতে হয়
পিরোজপুরের কাউখালীতে ফলাফল বিপর্যয়, জিপিএ-৫ পেয়েছে ১৬
নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালীতে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয় ঘটেছে। এসএসসিতে পাশের হার ৬৭ দশমিক ৭৬, জিপিএ-৫ পেয়েছে ১৩ জন শিক্ষার্থী আর দাখিলে পাশের হার ৬৭ দশমিক ৮৪, জিপিএ-৫ পেয়েছে ৩ জন শিক্ষার্থী। ফলাফল বিপর্যয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান গাফিলতিকে দায়ি করছেন অভিভাবক মহল। এ ব্যাপারে সরকারি চাকরিজীবী একজন অভিভাবক সুলতান আহম্মেদ বলেন, আমার ছেলে জিপিএ-৪.৯১ পেয়েছে। তার জিপিএ-৫ পাওয়ার আশা ছিলো। প্রত্যাশিত ফলাফল না পাওয়ার কারণ হিসেবে তিনি জানান, অভিভাবকদের ডাল ভাত খেয়ে সন্তানদের গৃহশিক্ষক রেখে পড়াতে হয়। কঠোর তত্ত্বাবধান করতে হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এভাবে তত্ত্বাবধান করলে ফলাফল এতো বিপর্যয় হওয়ার প্রশ্নই উঠে না। কাউখালী উপজেলায় এসএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭২৬ জন, পাশ করেছে ৪৯২ জন। দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৮৩ জন, পাশ করেছে ১৯২ জন। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানদের মধ্যে সরকারী বালক বিদ্যালয় ৭ টি, এস বি সরকারী বালিকা বিদ্যালয় ৩জন, কাঠালিয়া পিজিএস মাধ্যমিক বিদ্যালয় ১টি, নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় ২টি এবং বেতকা মাহামুদিয়া দাখিল মাদ্রাসা ৩টি।
Post Views:
৮৮৩
|
|