Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ১, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী নিহত 
Wednesday May 28, 2025 , 8:51 pm
Print this E-mail this

মামলা প্রক্রিয়াধীন, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান-মো: সোলায়মান, ওসি কাউখালী থানা

পিরোজপুরের কাউখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী নিহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতী গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে রোকেয়া বেগম (৫২) নামে এক নারী প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ জমিতে চাষাবাদ সংক্রান্ত বিষয়ে প্রতিবেশী কৃষক পিরুর স্বামীর সঙ্গে কথা বলছিলেন রোকেয়া বেগম। এ সময় হঠাৎ পেছন থেকে প্রতিবেশী জাহাঙ্গীর আকন রড দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন। তাঁর মেয়ে আফিয়ার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত জাহাঙ্গীর ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় রোকেয়া বেগমকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে এবং সেখান থেকে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। রোকেয়া বেগমের মেয়ে আফিয়া অভিযোগ করে বলেন, “জাহাঙ্গীর, তার স্ত্রী সুরমা বেগম, সোবাহানের স্ত্রী রাহেলা এবং আলমগীরের স্ত্রী শাহনাজ মিলে আমার মাকে নির্মমভাবে মারধর করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।” কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোলায়মান বলেন, “ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”




Archives
Image
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন তাকে ধরে ফেলা যায় : প্রধান উপদেষ্টা
Image
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
Image
সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
Image
আবু সাঈদ হত্যা, ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের
Image
এইচএসসি পরীক্ষার্থী মাহিরাকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করেন এক নারী