প্রচ্ছদ » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে চার মুক্তিযোদ্ধার মা পেলেন সম্মাননা
Monday February 1, 2021 , 8:37 pm
ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা
পিরোজপুরের কাউখালীতে চার মুক্তিযোদ্ধার মা পেলেন সম্মাননা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীর চারজন মুক্তিযোদ্ধার মা-য়েদের (যারা বেঁচে আছেন) সম্মাননা প্রদান করেছেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকতার্ মোছা. খালেদা খাতুন রেখা। রবিবার রাতে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা প্রত্যেকের বাড়িতে গিয়ে তাদের হাতে ক্রেস্ট (মায়ের উদ্দেশ্যে লেখা চিঠি) ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। সম্মাননা প্রাপ্তরা হলেন কাউখালীর গোসতারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত হারুন আর রশীদ সাইদ’র মা আমেনা খাতুন, কেউন্দিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদারের মা মোছা. কহিনুর, কেউন্দিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা কবির হোসেনের মা মালেকা বেগম এবং কেউন্দিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন এর মা মোসাঃ আমজেদুন নেছা। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা প্রকৌশলী মোঃ মোস্তাক আহম্মেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত জি.এম সাইফুল ইসলাম প্রমুখ।