আসামিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে, পিরোজপুর কোর্টে প্রেরণ
পিরোজপুরের কাউখালীতে গাঁজা সহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে গাঁজা সহ এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। কাউখালী থানা পুলিশের সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ১৬ জুলাই রাতে উপজেলা সদরের কচুয়াকাটি বেইলি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে দাসেরকাঠি গ্রামের মাহবুবুর রহমানের ছেলে ওষুধ ব্যবসায়ী রাসেল হাওলাদার (২৫) কে ৪০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেন। এ সময় রাসেলের সহযোগী উঝিয়ালখান গ্রামের সাহেব আলী ছেলে সাব্বির হোসেনকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। সাব্বির পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে কাউখালী থানায় ১৭ জুলাই বুধবার একটি মামলা হয়েছে। কাউখালী থানার এসআই মো: সানি জানান, আসামিদের বিরুদ্ধে কাউখালী থানায় মামলা হয়েছে এবং পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা গডফাদারদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।