Current Bangladesh Time
শুক্রবার জুন ২০, ২০২৫ ৬:২৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত 
Tuesday February 4, 2025 , 8:21 pm
Print this E-mail this

কোন মাঠ ফাঁকা রাখা যাবে না আমাদের উৎপাদন বাড়াতে হবে

পিরোজপুরের কাউখালীতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলার চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের ফারুক মিরার বাড়ির সামনের মাঠে কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে শস্য নিবিড়তা বৃদ্ধি লক্ষ্যে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা সজল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের গবেষণা সহযোগী ডক্টর শহীদুল ইসলাম। উপসহকারী কৃষি কর্মকর্তা মাইনুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পবিত্র কুমার রায়,স্বপন কুমার সরকার, সাখাওয়াত হোসেন তুহিন, সৈয়দ ফাহিম, নয়ন মজুমদার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, কৃষক ফারুক মীর, আবুল কালাম প্রমুখ। অনুষ্ঠানে গবেষণা সহযোগী ডঃ শহিদুল ইসলাম বলেন, মেশিনের মাধ্যমে বীজ বপন করলে চারা অপচয় হয় না ও সময় কম লাগে। বীজ তলায় জায়গা কম লাগে। এছাড়া মেশিনের সাহায্যে চারা রোপন করলে এক হেক্টর জমিতে খরচ হয় মাত্র ৭/৮ হাজার টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, কোন মাঠ ফাঁকা রাখা যাবে না আমাদের উৎপাদন বাড়াতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস বলেন, আমরা সার্বক্ষণিক কৃষকদের পাশে আছি। সকল প্রকার সহযোগিতা কৃষি অধিদপ্তর থেকে আপনারা পাবেন।




Archives
Image
স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে
Image
ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েছে জামায়াত
Image
যান্ত্রিক ত্রুটি : একদিনে এয়ার ইন্ডিয়ার ৭ ফ্লাইট বাতিল
Image
সাবেক এমপি জেবুন্নেছাকে ৩ মামলায় ফের গ্রেপ্তার
Image
একদিনে আরও ২৪৪ জন ডেঙ্গু আক্রান্ত, ১৩৮ জনই বরিশালের