Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ২৭, ২০২১ ১:০৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে একটি স্কুলের শ্রেণীকক্ষ ব্যবহার হচ্ছে বৈদ্যুতিক কাজের শ্রমিকদের বাসস্থান হিসেবে 
Sunday September 5, 2021 , 4:10 pm
Print this E-mail this

কক্ষ পরিস্কার করে ক্লাসের উপযুক্ত করার নির্দেশ-উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাকিম

পিরোজপুরের কাউখালীতে একটি স্কুলের শ্রেণীকক্ষ ব্যবহার হচ্ছে বৈদ্যুতিক কাজের শ্রমিকদের বাসস্থান হিসেবে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও শ্রেণীকক্ষ ব্যবহার হচ্ছে বৈদ্যুতিক মালামাল ও শ্রমিকদের থাকার কাজে ব্যবহার করার হচ্ছে। এ দৃশ্য উপজেলার ৬০নং দক্ষিন চিরাপাড়া কেএম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের। সরেজমিনে গিয়ে দেখাগেছে, ওই বিদ্যালয়ের একটি কক্ষ ও বিদ্যালয়ের মাঠ ব্যবহার হচ্ছে স্থানীয় পল্লীবিদ্যুতের ঠিকাদারের শ্রমিকদের থাকা ও মালামাল রাখার জন্য। মো: মাহফুজুর রহমান নামের এক পল্লীবিদ্যুতের ঠিকাদারের কাজের জন্য ব্যবহৃত মালামাল ও শ্রমিকদের থাকার জন্য বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও মাঠ ব্যবহার করা হচ্ছে। ওই শ্রমিকদের থাকার জন্য বিদ্যালয়ের দ্বিতীয় ও চতুর্থ শ্রেণীর কক্ষ আর মালামাল রাখার জন্য ব্যবহার করা হচ্ছে বিদ্যালয়ের মাঠ। ফলে স্থানীয় শিশুদের খেলা-ধুলার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। স্থানীয় একাধীক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অভিযোগ করে জানান, দীর্ঘ দিন ধরে পল্লীবিদ্যুতের ঠিকাদার ওই বিদ্যালয়টির কক্ষ তাদের লোকজনের থাকার জন্য ও মালামাল রাখার জন্য মাঠ ব্যবহার করে আসছে। ফলে স্থানীয় শিক্ষার্থীদের খেলাধুলা করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার মো: মাহফুজুর রহমান জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে বিদ্যালয়ের শ্রেণী কক্ষ ও মাঠ ব্যবহার করা হচ্ছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোবারক হোসেন জানান, বিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকায় পল্লী বিদ্যুতের ঠিকাদার তাদের কিছু শ্রমিক ও মালামাল রাখার জন্য ওই বিদ্যালয়ের একটি কক্ষ ব্যবহারের অনুমতি চেয়ে ছিলেন। আমরা তাকে মাত্র ২-৪ দিন থাকার জন্য দিয়েছিলাম। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাকিম জানান, বিষয়টি শুনে সেখানে এক সহকারী শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। অতিশীঘ্রই কক্ষ পরিস্কার করে ক্লাসের উপযুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে।

Archives
Image
বরিশালে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক ২
Image
মধ্যরাতে ভারতের উপকূল অতিক্রম করতে পারে ‘গুলাব’
Image
বরিশালের উজিরপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, সাইকেলচালক নিহত ও ১০ যাত্রী আহত
Image
বিএমপি’র শুদ্ধাচার ও সচেতনতামূলক পৃথক পৃথক কর্মশালা
Image
পুলিশ সার্ভিস কোন চাকুরী নয়, এটা দায় এবং একটি সেবা-বিএমপি কমিশনার