জেল হাজতে প্রেরণ, এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে
পিরোজপুরের কাউখালীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এস আই মো: সানি রবিবার রাতে উপজেলার খুলনা-বরিশাল মহাসড়কের কাউখালীর বেকুটিয়া ছোট ব্রিজের নিজ থেকে উপজেলার শিয়ালকাঠি গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের ছেলে মোহাম্মদ আলী হাসান (২৮) ও পার্শ্ববর্তী রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের শাহলাল মিয়ার ছেলে রাজিব হোসেন(৩৬) এই দু’জন মাদক ব্যবসায়ীকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। কাউখালী থানার এসআই মো: সানি জানান, আসামিদের বিরুদ্ধে মাদকের মামলা হয়েছে এবং আজ সোমবার পিরোজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এরা দীর্ঘদিন যাবত কাউখালী উপজেলা সহ বিভিন্ন এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছে ।