প্রচ্ছদ » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে অস্ত্রসহ মামুন শেখ নামের এক সন্ত্রাসী র্যাবের হাতে গ্রেফতার
Friday May 11, 2018 , 6:45 pm
তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড সংঘঠিত করা, হত্যা ও মারামারির একাধিক মামলা রয়েছে
পিরোজপুরের কাউখালীতে অস্ত্রসহ মামুন শেখ নামের এক সন্ত্রাসী র্যাবের হাতে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রাম থেকে মো. মামুন শেখ নামের এক সন্ত্রাসীকে ২ টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগজিন ও ৪ রাউন্ড তাজা গুলিসহ গ্রেফতার করেছে বরিশাল র্যাব-৮ এর একটি দল। মামুন শেখ বেকুটিয়া গ্রামের মৃত মোফাক্কের আলী শেখের ছেলে। র্যাব-৮ এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তারা জানান, কাউখালী উপজেলার বেকুটিয়া এলাকার দূর্গা মন্দীর পাঙ্গাশীয়া সড়কের পাশে সুলতান আকনের বসত ঘরের বারান্দায় মামুন শেখ অস্ত্রসহ অবস্থান করছে। র্যাবের টহল দলটি এসময় সে বাড়িতে গেলে মামুন দৌড়ে পালাতে চেষ্টা করলে তাকে আটক করা হয়। এসময় তার কোমড়ে সংরক্ষিত অস্ত্র, ম্যাগজিন ও গুলিগুলো উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড সংঘঠিত করা, হত্যা ও মারামারির একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় সিপিএসসির ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়া বাদি হয়ে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেছেন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, আসামী মো. মামুন শেখকে রাতে থানায় হস্তান্তর করে র্যাব।