Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ২৭, ২০২১ ১:২০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে অটোরিক্সার ধাক্কায় এক শিশুর মৃত্যু 
Wednesday August 25, 2021 , 8:01 pm
Print this E-mail this

লিখিত অভিযোগ পাইনি, পেলে আইনী ব্যবস্থা-ওসি মো: বনি আমীন

পিরোজপুরের কাউখালীতে অটোরিক্সার ধাক্কায় এক শিশুর মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে অটোরিক্সার ধাক্কায় মেহেরাব হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ওই শিশুটি উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের ডুমজুড়ি গ্রামের শাহ জামাল হোসেনের পুত্র। বুধবার (আগস্ট ২৫) দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওই ইউনিয়নের ইউপি সদস্য মো: হেমায়েত হোসেন ওই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, শিশুটি গুরুতর আহত হলে তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা জানান, ওই শিশুটির পিতা জামাল হোসেনের বাড়ি চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের ডুমজুড়ি গ্রামে। কিন্তু তাঁর পিতা ডেকরেশনের ব্যবসার কারণে চিরাপাড়া গ্রামে ভাড়ায় বাসায় থাকেন। তার দোকানটি রাস্তার পশ্চিম পাশে আর বাসা রাস্তার পূর্ব পাশে। নিহতের পরিবার, থানা পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই দিন সকাল সাড়ে ৯টার দিকে ওই শিশুটি তাঁর মায়ের সাথে করে পিতার দোকান থেকে বাসার দিকে যাচ্ছিলো। এ সময় কাউখালী থেকে আমড়াজুড়ি ফেরিঘাটের দিকে আসা মুরগী বোঝাই একটি পিকাপ তাঁকে ধাক্কা দেয়। এ সময় ফেরিঘাট থেকে ছেড়ে আসা একটি অটো রিক্সার নিচে শিশুটি চাপা পড়ে গুরুতর আহত হয়। এসময় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বনি আমীন জানান, এ ব্যপারে কোন লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

Archives
Image
বরিশালে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক ২
Image
মধ্যরাতে ভারতের উপকূল অতিক্রম করতে পারে ‘গুলাব’
Image
বরিশালের উজিরপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, সাইকেলচালক নিহত ও ১০ যাত্রী আহত
Image
বিএমপি’র শুদ্ধাচার ও সচেতনতামূলক পৃথক পৃথক কর্মশালা
Image
পুলিশ সার্ভিস কোন চাকুরী নয়, এটা দায় এবং একটি সেবা-বিএমপি কমিশনার