প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ লঞ্চঘাটে লঞ্চে উঠতে যাত্রীদের চরম ভোগান্তি
Sunday September 24, 2017 , 6:53 pm
পল্টুনের সিঁড়িতে হাঁটু পানি, সীমাহীন ভোগান্তিতে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে শিশু ও বয়স্করা
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ লঞ্চঘাটে লঞ্চে উঠতে যাত্রীদের চরম ভোগান্তি
শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ লঞ্চঘাটে বিআইডব্লিউটি’র নির্দিষ্ট পল্টুনে ওঠার সিঁড়ি জোয়ারের হাঁটু সমান পানিতে ডুবে রয়েছে।ফলে দীর্ঘদিন থেকে প্রতিনিয়ত বাবুগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পরলেও বিষয়টি দেখার যেন কেউ নেই।সূত্রমতে, প্রতিদিন এ রুটে চলাচলরত লঞ্চ যথানিয়মে পল্টুনে নোঙর করায় লঞ্চ যাত্রীদের হাঁটু সমান পানি পার হয়ে পল্টুনে ওঠানামা করতে হয়।এতে করে সীমাহীন ভোগান্তিতে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে শিশু ও বয়স্করা।অনেকে তাদের অসুস্থ্য স্বজনদের কোলে তুলে ঝুঁকি নিয়ে সিঁড়ি পারাপার হতে গিয়ে প্রায়ই ছোটবড় দুর্ঘটনার শিকার হচ্ছেন।জনৈক এক লঞ্চযাত্রী জুয়েল ক্ষোভ প্রকাশ করে বলেন,ঘাটের ইজারাদার যথানিয়মে যাত্রীদের কাছ থেকে টাকা উত্তোলন করলেও দুর্ভোগ লাঘবে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।এ ব্যাপারে ইজারাদার মোঃ সোহেল জানান,জোয়ারের পানিতে পল্টুনের সিঁড়ি ডুবে থাকায় যাত্রী ভোগান্তির বিষয়টি ইতোমধ্যে বিআইডব্লিউটি’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।নৌ-সংরক্ষণ ও পরিচালনা বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম বলেন,যাত্রীদের পল্টুনে ওঠানামা করার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে রাস্তা করে দেয়ার কথা ছিল।এ বিষয়ে আমাদের কোনো হাত নেই।