Current Bangladesh Time
শনিবার এপ্রিল ২০, ২০২৪ ১১:৩৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পরিবেশ অধিদপ্তরের পরিচালকের পর মারা গেলেন তাঁর স্ত্রীও 
Thursday February 22, 2024 , 1:41 pm
Print this E-mail this

মিরপুর-২ অফিসার্স কমপ্লেক্সের বাসায় স্বামী-স্ত্রী উভয় অসুস্থ হয়ে পড়েন

পরিবেশ অধিদপ্তরের পরিচালকের পর মারা গেলেন তাঁর স্ত্রীও


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পরিবেশ অধিদপ্তর (ঢাকা অঞ্চল) পরিচালক সৈয়দ নজমুল আহসান (৫৬) ও তাঁর স্ত্রী নাহিদ বিনতে আলম (৪৮) মারা গেছেন। গতকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান সৈয়দ নজমুল আহসান। একদিন না যেতেই বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তাঁর স্ত্রী নাহিদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান স্বামী-স্ত্রী উভয়েরই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল মিরপুর-২ অফিসার্স কমপ্লেক্সের বাসায় স্বামী-স্ত্রী উভয় অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন নজমুল আহসানকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সময় অসুস্থ হয়ে স্ত্রী নাহিদ বিনতে আলম আজকে বিএসএসএমইউ-তে মারা যায়। তিনি আরও জানান, তাঁদের কি কারণে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা যাবে। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে নজমুল হাসানের মৃতদেহ সকালে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। সৈয়দ নজমুল আহসান পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক ছিলেন। এ দম্পতির দুই মেয়ে রয়েছে –  একজনের বয়স ১২ আরেক জনের বয়স ১৫।
Archives
Image
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
প্রকাশিত সংবাদ নিয়ে যা বললেন বেনজীর আহমেদ
Image
দ্বিতীয় সাবমেরিন ক্যাবল বন্ধ, সারাদেশে ইন্টারনেটে ধীরগতি
Image
ঋণের চাপে বরিশালে দুই সন্তানের জননীর আত্মহত্যা
Image
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র আল মঈন