মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দক্ষিনবঙ্গের স্বনামধন্য পত্রিকা এজেন্সী আলম বুক স্টল-এর কর্ণধার জনাব আলম সিকদার গুরুতর অসুস্থ্য।তিনি দীর্ঘদিন যাবত ‘ফিস্টুলা’ রোগে ভুগছিলেন।গত ৮ই আগস্ট তিনি গুরুতর অবস্থায় ঢাকার ধানমন্ডির ইডেন মাল্টিকেয়ার হাসপাতালে ভর্তি হন।ঐ দিন রাতেই বিশিষ্ট চিকিৎসক ডা: ফজলুল হক সফলভাবে তার অস্ত্রপ্রচার করেন।বর্তমানে তিনি কিছুটা সুস্থ্য।তার শ্যামলীস্থ নিজ বসভবনে তিনি এখন আছেন বলে জানা গেছে।এ ব্যাপারে তার মুঠোফোনে (০১৭১৫৩৪১১৫৪) কথা হয় বরিশাল মুক্তখবর পরিবারের সাথে।তিনি জানান, সবকিছু ঠিকঠাক থাকলে এবং পুরোপুরি সুস্থ্য মনে করলে, ঈদ বরিশালেই করবেন।উল্লেখ্য, দীর্ঘ ৩৮ বছর ধরে তিনি সততা ও বেশ সুনামের সাথেই তার এই পত্রিকা ব্যবসা চালিয়ে যাচ্ছেন।তার হাত ধরেই দক্ষিনবঙ্গের মানুষ অসংখ্য পত্রিকার পাঠক হয়েছেন।
বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে আমরা তার সর্বাঙ্গীন উন্নতি আর সুস্থতা কমনা করি।