Current Bangladesh Time
শনিবার জুলাই ১২, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীর বাউফলে বিশেষ অভিযান, ৩৫ কেজি গাঁজাসহ দু’জন গ্রেফতার 
Monday January 9, 2023 , 1:01 pm
Print this E-mail this

আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা দায়ের

পটুয়াখালীর বাউফলে বিশেষ অভিযান, ৩৫ কেজি গাঁজাসহ দু’জন গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর বাউফলে বিশেষ অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার  করেছে থানা পুলিশ। জব্দ হওয়া মাদকের মূল্য আনুমানিক দশ লাখ টাকা। সোমবার (জানুয়ারি ৯) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাউফলের কাছিপাড়া ইউনিয়নের কারখানা লঞ্চঘাটের সামনে থেকে ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ এবং তাদের কাছ থেকে ৩৫ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতাররা হলেন-বাউফলের আমিরাবাদ এলাকার নজরুল সরদারের ছেলে লিমন সরদার (২৩) ও বীরপাশা এলাকার মজিবর হাওলাদারের ছেলে শাকিল হাওলাদার (২১)। এছাড়া সাইফুল ইসলাম (৩২) নামে আরেক মাদককারবারি সুকৌশলে পালিয়ে যায়। এসব তথ্য নিশ্চিত করে বাউফল থানার বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, কালিশুরী বাজারে ঘাটে ঢাকা থেকে পটুয়াখালীগামী জামাল-৫ লঞ্চে বিপুল পরিমাণ গাঁজা আসছে এমন সংবাদে অভিযান চালান বাউফল থানার এসআই মো: আবুল বাশার ও তার ফোর্স।  সকালে কারখানা লঞ্চঘাটের সামনে ৩৫ কেজি গাঁজা উদ্ধার হয় ও দু’জনকে আটক করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী বাউফল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।




Archives
Image
খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা
Image
খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
Image
বরিশাল ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থী পেল জিপিএ-৫
Image
নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলার নির্দেশনা বাতিল
Image
বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে : মির্জা ফখরুল