মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর হামলা হয়েছে। ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে এবার হামলার শিকার হলেন তিনি। বুধবার দুপুরে পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বাজারে দুর্বৃত্তরা নুরের ওপর হামলা চালায়। পুলিশ গিয়ে নুরকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় নুরের সঙ্গে থাকা আরও পাঁচজন আহত হয়েছেন। তার সঙ্গে থাকা সোহরাওয়ার্দী কলেজের ছাত্র রুবেল বলেন, ছাত্রলীগ ও যুবলীগ যৌথভাবে তাদের ওপর হামলা চালিয়েছে। ভিপি নুরুল হক নুরের সফরসঙ্গী হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: ফাহিম বলেন, রড দিয়ে পিটিয়ে নুরকে আহত করা হয়েছে। পেটাতে পেটাতে এক পর্যায়ে তাকে একটি দোকানের ভেতরে আটকে রাখা হয়। খবর পেয়ে পটুয়াখালী সদর সার্কেলের সিনিয়র এএসপি আখতার হোসেন ও গলাচিপা থানার ওসি ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এর আগে গত রমজান মাসে ব্রাহ্মণবাড়িয়া ও বগুড়ায় নুরের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। কোটা সংস্কার আন্দোলন করতে গিয়েও বিভিন্ন সময় সরকার দলীয় ছাত্র সংগঠনটির নেতাকর্মীদের দ্বারা আক্রান্ত হয়েছেন নুর ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীরা।