পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন
ন্যাশনাল সার্ভিসে কর্মরতদের চাকুরি স্থায়ী করনের দাবীতে বরিশালে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক : বিভাগীয় শহর বরিশালে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির (৫পর্ব) কর্মরত যুব-যুবনারীদের মেয়াদ বৃদ্ধি ও স্থায়ী করণের দাবীতে নগরীতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ন্যাশনাল সার্ভিসে কর্মরত যুব ও যুবনারী বরিশাল সদর ও মহানগর। সোমবার (১০ই) সেপ্টেম্বর বেলা ১২টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। ন্যাশনাল যুব ও যুবনারী সাভিস সংগঠনের সভাপতি মোঃ রিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু ও রাকিব হোসেন। এসময় তাদের স্মারকলিপি থেকে জানা যায় বরিশাল সদর ও মহানগরে ২০১৭ সালের ১লা ডিসেম্বর থেকে ২ বছর মেয়াদে অস্থায়ী দৈনিক ২শত টাকা বেতনে সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারী দপ্তরে কাজ করে যাচ্ছেন। আমরা বর্তমান সময়ে যে হারে বেতন পাচ্ছি তা অপ্রতুল। এই অপ্রতুলের মাঝেও আমরা সরকারী কর্মকর্তাদের ন্যায় ৮ঘন্টা নিরলস ভাবে কাজের মাধ্যমে সাধারন জনগনের সহায়তাকারী হিসাবে কাজ করছি। এসময়ে মেয়াদ শেষ হয়ে গেলে ২হাজার ২শত ৯৩ জন যুব ও যুবনারী কর্মহীন হয়ে পড়বে। ফলে আমাদের ৩ মাসের প্রশিক্ষন জ্ঞান অর্জন ২ বছরের কাজের অভিজ্ঞতা মূল্যহীন হয়ে যাবে। অন্যদিকে আমরা বেকার হয়ে যাবার সাথে পরিবারের কাছে হয়ে যাবো বোঝা। নিগৃহিত হয়ে যাবো সমাজ ও পরিবারের কাছে। অনেক বিবাহীত নারী জীবনে নেমে আসবে অশান্তি। আমাদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারী দপ্তরে অভিজ্ঞতা অনুযায়ী স্থায়ী করণের জন্য প্রধান মন্ত্রীর কাছে আবেদন জানান। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।