বড়শি দিয়ে মাছ ধরার সময় নৌকা থেকে নদীতে পড়ে যায় সুখরঞ্জন রায়
নৌকা থেকে পড়ে এক জেলের মৃত্যু
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর সংলগ্ন সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে সুখরঞ্জন রায় (৬০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত সুখরঞ্জন রায় বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী গ্রামের মৃত হরবিন্দু রায়ের ছেলে। উজিরপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, বড়শি দিয়ে মাছ ধরার সময় নৌকা থেকে নদীতে পড়ে যায় সুখরঞ্জন রায়। এ সময় নদীতে তার পাশে থাকা অন্যান্য জেলেরা তাকে উদ্ধার চেষ্টা চালায়। প্রায় এক ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে শিকারপুর শের-ই-বাংলা ডিগ্রি কলেজ সংলগ্ন নদীর তীরে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখে থানা পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।