উন্নয়নশীল বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ
নৌকায় চড়লেন বানারীপাড়া উপজেলা জাকের পার্টি
মোঃ আনিছুর রহমান মিলন : বানারীপাড়া উপজেলা জাকের পার্টি আওয়ামী লীগের নৌকার কান্ডারি শাহে আলমের হাত ধরে নৌকায় চড়লেন। বানারীপাড়া উপজেলা জাকের পার্টি আওয়ামী লীগ মনোনীত শাহে আলমের সাথে মতবিনিময় সভায় এই ঘোষনা দেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা জাকের পার্টির সহ সভাপতি আঃ খালেক, সাংগঠনিক সম্পাদক ও বানারীপাড়া উপজেলা জাকের পার্টির সাধারন সম্পাদক আঃ মজিদসহ বানারীপাড়া উপজেলা জাকের পার্টির অন্যান্য নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বানারীপাড়া উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং বরিশাল জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আলহাজ্ব গোলাম ফারুক, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সলিয়াবাকপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক মিন্টু, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এবং বানারীপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আযাদ, বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বানারীপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক এবং বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাত সুমন, বানারীপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আনিছুর রহমান মিলন প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে জাতির জনকের সোনার বাংলা বিনির্মাণে এবং জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নশীল বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ জানায়। তিনি আরো বলেন, আজ সময় এসেছে এদেশ থেকে ৭১’এর পরাশক্তি জামাত শিবির ও তাদের দোসরদের আগামী ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট বিপ্লবের মাধ্যমে প্রতিহত করতে হবে।