Current Bangladesh Time
সোমবার জানুয়ারি ২০, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নৌকার বিজয় আনতে না পারলে চলমান উন্নয়ন থমকে যবে-সাদিক আবদুল্লাহ 
Thursday December 13, 2018 , 9:40 pm
Print this E-mail this

অনুষ্ঠান সঞ্চলনা করেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ

নৌকার বিজয় আনতে না পারলে চলমান উন্নয়ন থমকে যবে-সাদিক আবদুল্লাহ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, আগামী একাদশ জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নৌকা প্রতিকের বিজয় আনতে না পারলে এদেশের চলমান উন্নয়ন থমকে দাড়াবে। শেখ হাসিনাকে বিজয়ী করে যদি না আনা যায় তাহলে বরিশালের উন্নয়ন ধারা থমকে যাবে। তাই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি মুক্তিযোদ্ধেদের ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার আহবান জানান। অশ্বিনী কুমার টাউন হলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ ও নির্বাচন ২০১৮ এক শিরোনামে নাগরিক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। অশ্বিনী কুমার টাউন হলে বরিশাল বিভাগীয় সেক্টরস কমান্ডরিস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর আয়োজনে এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি প্রদিপ কুমার ঘোষ পুতুলের সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব হারুন হাবিব, সহ-সভাপতি ও অনুষ্ঠানের বিজ্ঞ আলোচক মোঃ নুরুল আলম, সহ-সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তি ম. হামিদ, সাংগঠনিক সম্পাদক মেজর জেনারেল (অবঃ) এ কে মো. আলী সিকদার, কেন্দ্রীয় কার্যকরি সদস্য মাহবুবুল আলম জেমস, কার্যকরি সদস্য মঈদ হাসান তারিত, বরিশাল জেলা মুক্তিযুদ্ধ সংসদ কমান্ডার শেখ কুতুব উদ্দিন। অনুষ্ঠান সঞ্চলনা করেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ। অনুষ্ঠানে বক্তরা আরো বলেন, এবারের বিজয়ের মাসের নির্বাচনে আর একটি মুক্তিযুদ্ধের’৭১ এর মত বিজয় ছিনিয়ে আনতে হবে। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি পরাজয় বরণ করতে পারে না।




Archives
Image
বরিশালে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু
Image
শিগগির ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা
Image
বিসিসির ছাঁটাইকৃত পরিচ্ছন্নতাকর্মীদের মানববন্ধন
Image
বরিশালে আড়তেই পচছে ফুলকপি-বাঁধাকপি-শালগম, বিপাকে ব্যবসায়ীরা
Image
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই