Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ২৫, ২০২৫ ১২:১৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নেপাল ট্রাজেডি : ২৩ মরদেহ পৌঁছেছে আর্মি স্টেডিয়ামে 
Monday March 19, 2018 , 7:26 pm
Print this E-mail this

২৬ বাংলাদেশি, ২২ নেপালি, ১ জন চীনাসহ ৪৯ জন নিহত

নেপাল ট্রাজেডি : ২৩ মরদেহ পৌঁছেছে আর্মি স্টেডিয়ামে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২৩ জনের মরদেহ ঢাকা পৌঁছেছে। মরদেহগুলো আর্মি স্টেডিয়ামে নেয়া হয়েছে। সেখানে ২৩ নিহতের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজার পর মরদেহগুলো তাদের পরিবার ও স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে আজ সোমবার বিকেলে মরদেহগুলো ঢাকায় আনা হয়। এর আগে, সকালে ২৩ জনের মরদেহ নেপালে বাংলাদেশ দূতাবাসকে বুঝিয়ে দেয়া হয়। সেখানেই প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে নেপালের বাংলাদেশ দূতাবাস থেকে মরদেহ নেয়া হয় কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে। তাদের মধ্যে আছেন ইউএস-বাংলার পাইলট আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশীদ এবং কেবিন ক্রু খাজা হোসেন মো. শফি ও শারমিন আক্তার নাবিলা। আর যাত্রীদের মধ্যে আছেন ফয়সাল আহমেদ, বিলকিস আরা, বেগম হুরুন নাহার বিলকিস বানু, আখতারা বেগম, নাজিয়া আফরিন চৌধুরী, রকিবুল হাসান, হাসান ইমাম, আঁখি মনি, মিনহাজ বিন নাসির, ফারুক হোসেন প্রিয়ক, তার মেয়ে প্রিয়ন্ময়ী তামারা, মতিউর রহমান, এস এম মাহমুদুর রহমান, তাহিরা তানভিন শশী রেজা, বেগম উম্মে সালমা, মো. নুরুজ্জামান, রফিক জামান, তার স্ত্রী সানজিদা হক বিপাশা, তাদের ছেলে অনিরুদ্ধ জামান। ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ৪ ক্রুসহ ৭১ আরোহী নিয়ে ইউএস-বাংলার ড্যাস ৮ কিউ ৪০০ উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এর মধ্যে ২৬ বাংলাদেশি, ২২ নেপালি, ১ জন চীনাসহ ৪৯ জন নিহত হন। আর ১০ বাংলাদেশি, ৯ নেপালি, ১ মালদ্বীপের নাগরিকসহ ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের কাঠমান্ডুর তিনটি হাসপাতালে নেওয়া হয়। আর নিহত ব্যক্তিদের মরদেহ নেওয়া হয় টিচিং হাসপাতালের মর্গে।




Archives
Image
শেখ পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
Image
অপহরণের আট দিন পর চবির পাঁচ শিক্ষার্থী মুক্ত
Image
ভারত ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
Image
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Image
মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র করতে বিক্ষোভ, উত্তপ্ত নগরী