মুক্তখবর ডেস্ক রিপোর্ট : যতই দিন যাচ্ছে ততই ঘনিয়ে এসেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকে দলীয় মনোনয়ন ক্রয়-বিক্রয়ের পালা শুরু হয়। এখন চলছে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাথে কেন্দ্রীয় নেতাদের আলোচনা পর্ব। যার ফলে বরিশালের সকল মনোনয়ন প্রত্যাশী নেতা ও অধিকাংশ কর্মী-সমর্থকরা রাজধানী ঢাকায় অবস্থান করছেন। নেতারা তাদের দলীয় মনোনয়ন পাওয়ার আশায় আর কর্মী-সমর্থকরা তাদের পছন্দের নেতাদের কেন্দ্রে গুরুত্ব বাড়ানোর জন্য সাথে সাথে থেকে নেতার শক্ত অবস্থান জানান দিচ্ছেন। যার ফলে গোটা বরিশাল নেতাকর্মী শূন্য হয়ে পড়েছে। নেতা-কর্মী ও সমর্থকরা ঢাকায় অবস্থান করায় গোটা বরিশালজুড়ে নেই কোনো রাজনৈতিক কর্মকান্ড। চোখে পড়ছেনা রাজনৈতিক কোনো নেতা কিংবা কর্মীকে। গোটা বরিশালের ভোটাররা এখন চোখ রাখছেন টিভি কিংবা পত্রিকার পাতায়। কে পাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় মনোনয়ন। অপরদিকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহও বরিশালের বাহিরে থাকায় নগরীজুড়েও নীরব ভূমিকায় নেতাকর্মীরা।