বরিশালে বিএনপির একজন সাহসী নেতা হিসেবে পরিচিতি লাভ করেন
নীরবেই চলে গেলেন সাংবাদিক মাহাবুব হোসেন খোকন
শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : দৈনিক সত্য সংবাদ পত্রিকার সাবেক নির্বাহী সম্পাদাক ও বরিশাল মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক সৈয়দ মাহাবুব হোসেন খোকন আর নেই।বার্ধক্য জনীত রোগে আক্রান্ত হয়ে তার নিজ বাস ভবনে শেষ নিশ্বাস ত্যগ করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।মৃতৃকালে তাঁর বয়স হয়েছিলো (৫৮) বছর।তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তাঁর মৃত্যুর খবর পেয়ে সাংবাদিক ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। পরিবার সূত্রে জানা গেছে,তিনি দির্ঘ দিন যাবৎ অসুস্থতায় ভুগছিলেন।হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করে।বরিশাল নগরীরর সিএন্ডবি রোড তন্ময় কমিউনিটি সেন্টার সংলগ্ন তার নিজ বাড়ী সুজাবাদ লজ এর সামনে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।পরে তাকে বরিশাল মুসলিম গোরস্থানে দাফন করা হয়।সৈয়দ মাহাবুব হোসেন খোকন ১৯৯২ সালে প্রথম সংবাদ পত্রে প্রবেশ করেন।এরপর তিনি দুই বছর বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।১৯৯৬ এর শেষ দিকে দৈনিক খবরের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।সর্বশেষ তিনি দৈনিক সত্য সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদাক হিসেবে সম্পাদক মরহুম মীর মনিরুজ্জামানের সাথে কাজ করেন।এছাড়াও তিনি বরিশালে বিএনপির একজন সাহসী নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।তিনি বিভিন্ন সময়ে বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।সর্বশেষ তিনি মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।