Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ৮, ২০২৫ ৪:১১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নিষেধাজ্ঞার ৩ সপ্তাহে বরিশালে ৬ শতাধিক জেলের কারাদণ্ড 
Sunday November 3, 2024 , 5:37 pm
Print this E-mail this

মূল প্রজননস্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ

নিষেধাজ্ঞার ৩ সপ্তাহে বরিশালে ৬ শতাধিক জেলের কারাদণ্ড


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গেল তিন সপ্তাহে বা ২১ দিনে ৬৩০ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৩০ লাখ ৩১ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্যানুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে ৩ হাজার ২১২টি অভিযান চালানো হয়েছে এবং ১ হাজার মোবাইল কোর্ট পরিচালনা করার পাশাপাশি ১ হাজার ৪৯টি মামলা করা হয়েছে।যে সময়ে বরিশাল বিভাগে ৫৮৪ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ৪ হাজার ২৮১ বার বিভিন্ন মাছঘাট, ৭ হাজার ৯৬৭ বার বিভিন্ন আড়ত ও ৪ হাজার ৬৯৩ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। আর গত ২০ দিনের অভিযানে ১৭ হাজার ৭৩১ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ১৯ কোটি ৩৪ হাজার ৩৬ হাজার ৩০০ টাকা মূল্যের ১ কোটি ৩ লাখ ২৭ হাজার ২০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ৬ লাখ ৭১ হাজার ৪ শত টাকা আয় হয়েছে। মৎস্য বিভাগের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে। বরিশাল বিভাগের ৬ জেলার ৩ লাখ ১৯ হাজার ৮৩০ জেলে পরিবারের জন্য ৭৯৯৯৫.৭৫০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা