|
আমি জ্ঞানী গুণী বয়োজ্যেষ্ঠ ও নগরবাসীকে সাথে নিয়ে নতুন পরিকল্পনায় বরিশালকে উন্নত রুপে সাজাবো
নির্বাচনে পক্ষ-বিপক্ষ থাকবে, এখানে রাগের কোন স্থান নেই-সাদিক আবদুল্লাহ্
নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ বলেছেন, আমি সিটি মেয়র হিসাবে এমন কিছু করতে চাই না করব না যার প্রভাব আমার নেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী সহ আমার দল ও আমার গায়ে দাগ পড়ে। আমি নগর ভবনকে একটি স্বচ্ছ ভবন হিসাবে গড়ে তুলতে চাই, যা এখান থেকে ওখানের সব কিছু দেখা যায় এখানে কোন দুর্নীতি ও স্বজন প্রীতির স্থান হবে না। আমি জ্ঞানী গুণী বয়োজ্যেষ্ঠ ও নগরবাসীকে সাথে নিয়ে নতুন পরিকল্পনায় বরিশালকে উন্নত রুপে সাজাবার জন্য আমার নিজস্ব একটি পরিকল্পনা রয়েছে। তবে সবার আগে আমি নগরীর বর্ধিত এলাকা সহ পানি সমস্যার দিকে নজর দিয়ে কাজ করতে চাই। তিনি এসময় আরো বলেন, বর্ধিত এলাকার নাগরীকরা কর্পোরেশনের সকল ধরণের বিল পরিশোধ করবে আর তারা নাগরীক সুবিধা পাবে না এটা মেনে নেওয়া যায় না। সোমবার রাত ৮টার দিকে নব নির্বাচিত বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ নির্বাচনের পড়ে সর্বপ্রথম বরিশালের মাঠ পর্যায়ের পেশাদারী সাংবাদিকদের সংগঠন বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় সভায় অংশ নেন। রিপোর্টার্স ইউনিটি সভাপতি বেসরকারী স্যাটেলাইট চ্যানেল-৯ এর প্রতিনিধি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সৌজন্য মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার, বরিশাল ডেইলি স্টার ও দেশ টিভি চ্যানেলের প্রতিনিধি সাবেক সভাপতি সুশান্ত ঘোস, সাবেক সভাপতি আর টিভি বরিশাল প্রতিনিধি আলী জসিম, দপ্তর সম্পাদক বাংলা নিউজের বরিশাল বিভাগীয় প্রধান মুসফিক সৌরভ, রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক যুগান্তর এর ফটো সাংবাদিক সহ ইউনিটির সকল সদস্যবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ নেতা এ্যাড. গোলাম সরোয়ার রাজিব, মহানগর শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল, জেলা ছাত্রলীগ সভাপতি সুমন সেরনিয়াবাত প্রমুখ। নব নির্বাচিত সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ আরো বলেন, আমি কারো সমলোচনায় বিশ্বাসী নই। নির্বাচনে পক্ষ-বিপক্ষ থাকবে, এখানে রাগের কোন স্থান নেই আমি নির্বাচনে যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছি তাদের সকলের কাছে গিয়ে আমি বরিশালকে উন্নত শহরে পরিনত করার কাজে সহযোগীতা চাইব। তিনি আরো বলেন নির্বাচনকালীন সময়ে অনেকের কাছে আমার যাওয়া হয়নি আমি তাদের কাছে গিয়ে সকলের কাছে দোয়া চাইব। তিনি এসময় আরো বলেন আমাদের দেশে একটি প্রচলন আছে নির্বাচনের পড়ে আর কেহ ভোটারদের কাছে তেমন যায় না আমি সেই ধারাই চলতে চাই না। আমি নগরীর সকল মানুষের কাছে আবার যেতে শুরু করেছি এবং যাচ্ছি, সেই সাথে তাদের সমস্যার কথাগুলো জেনে নিচ্ছি। এসময় তিনি রিপোর্টার্স ইউনিটির সকল সংবাদকর্মীদের আগামী দিনের কাজের জন্য সহযোগীতা কামনা করেন।
Post Views:
৯২০
|
|