কয়েকজন আটক, বাকি যারা জড়িত আছে, ইন্ধনদাতা আছে তাদেরও শিগগিরই আটক করা হবে
নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনে অনুপ্রবেশকারীরা চিহ্নিত-আইজিপি
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। বাকি যারা জড়িত আছে, ইন্ধনদাতা আছে তাদেরও শিগগিরই আটক করা হবে। শুক্রবার দুপুরে চাঁদপুর পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নারী পুলিশ ব্যারাক, পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইন্স জামে মসজিদের উদ্বোধন করেন আইজিপি। এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।