|
অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও ফিটনেস বিহীন গাড়ি বন্ধসহ কন্ট্রোল রুম চালু
নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে বরিশালে কঠোর অবস্থানে বিআরটিএ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে বরিশালে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে নিরাপত্তামূলক রোড-শো অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে চালক, যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতা মূলক প্রচারণা চালিয়েছে বরিশাল বিআরটিএ বরিশাল সার্কেল ও বিভাগীয় কার্যালয়। বরিশাল-ঢাকা কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ এলাকায় বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ, পথসভা ও র্যালী করেন বিভাগীয় পরিচালক মো: জিয়াউর রহমান। তিনি ঈদে ফিটনেস বিহীন লক্কর ঝক্কর গাড়ি চলাচল বন্ধ, যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান। ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় না করে সরকার নির্ধারিত ভাড়া আদায় করার প্রতিশ্রুতি দিয়েছেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মো: মোশারেফ হোসেন। এদিকে, নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে জনগণের পাশে থাকার আশ্বাস দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। রোড শো ও সচেতনতামূলক প্রচারণায় আরও উপস্থিত ছিলেন-সহকারী পরিচালক খালিদ মাহমুদ, মোটরযান পরিদর্শক লাইসেন্স ইন্সপেক্টর সৌরভ কুমার সাহা, ট্রাফিক পুলিশ পরিদর্শক, মালিক-শ্রমিক প্রতিনিধিগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এ বিষয়ে বিভাগীয় পরিচালক মো: জিয়াউর রহমান বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সড়কে যে কোন ধরণের অপরাধ নিয়ন্ত্রণে আমরা কঠোর অবস্থানে রয়েছি। অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও ফিটনেস বিহীন গাড়ি চালানো বন্ধসহ যে কোন ধরণের অভিযোগ জানার জন্য কন্ট্রোল রুম চালু করেছি। আশা করছি ঈদুল ফিতরে একটা নিরাপদ যাত্রা উপহার দিতে পারবো।
Post Views:
০
|
|