Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ২৫, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে বরিশালে কঠোর অবস্থানে বিআরটিএ 
Tuesday March 25, 2025 , 4:49 pm
Print this E-mail this

অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও ফিটনেস বিহীন গাড়ি বন্ধসহ কন্ট্রোল রুম চালু

নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে বরিশালে কঠোর অবস্থানে বিআরটিএ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে বরিশালে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে নিরাপত্তামূলক রোড-শো অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে চালক, যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতা মূলক প্রচারণা চালিয়েছে বরিশাল বিআরটিএ বরিশাল সার্কেল ও বিভাগীয় কার্যালয়। বরিশাল-ঢাকা কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ এলাকায় বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ, পথসভা ও র‌্যালী করেন বিভাগীয় পরিচালক মো: জিয়াউর রহমান। তিনি ঈদে ফিটনেস বিহীন লক্কর ঝক্কর গাড়ি চলাচল বন্ধ, যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান। ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় না করে সরকার নির্ধারিত ভাড়া আদায় করার প্রতিশ্রুতি দিয়েছেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মো: মোশারেফ হোসেন। এদিকে, নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে জনগণের পাশে থাকার আশ্বাস দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। রোড শো ও সচেতনতামূলক প্রচারণায় আরও উপস্থিত ছিলেন-সহকারী পরিচালক খালিদ মাহমুদ, মোটরযান পরিদর্শক লাইসেন্স ইন্সপেক্টর সৌরভ কুমার সাহা, ট্রাফিক পুলিশ পরিদর্শক, মালিক-শ্রমিক প্রতিনিধিগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এ বিষয়ে বিভাগীয় পরিচালক মো: জিয়াউর রহমান বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সড়কে যে কোন ধরণের অপরাধ নিয়ন্ত্রণে আমরা কঠোর অবস্থানে রয়েছি। অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও ফিটনেস বিহীন গাড়ি চালানো বন্ধসহ যে কোন ধরণের অভিযোগ জানার জন্য কন্ট্রোল রুম চালু করেছি। আশা করছি ঈদুল ফিতরে একটা নিরাপদ যাত্রা উপহার দিতে পারবো।




Archives
Image
শেখ পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
Image
অপহরণের আট দিন পর চবির পাঁচ শিক্ষার্থী মুক্ত
Image
ভারত ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
Image
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Image
মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র করতে বিক্ষোভ, উত্তপ্ত নগরী