নিজস্ব প্রতিবেদক : নিউজ এডিটরস কাউন্সিল, বরিশাল-এর সভাপতি ও দৈনিক প্রথম সকাল পত্রিকার বার্তা সম্পাদক হাসিবুল ইসলাম গুরুত্বর অসুস্থ। তিনি বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রয়েছেন। গত ২৫ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে এম্বুলেন্সযোগে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ছুটে যান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ নিউজ এডিটরস কাউন্সিলের নেতৃবৃন্দ। সংবাদের মানুষ হাসিবুল দ্রুত সুস্থ হয়ে উঠুন-এই শুভকামনা রইল।