Current Bangladesh Time
বুধবার ডিসেম্বর ১১, ২০২৪ ৯:৩২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশাল এর রস উৎসব স্থগিত 
Monday January 29, 2018 , 8:19 pm
Print this E-mail this

সাময়িক স্থগিতের কারনে সকলের কাছে দু:খ প্রকাশ

নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশাল এর রস উৎসব স্থগিত


নিউজ এডিটরস্ কাউন্সিল, বরিশাল আয়োজিত দিনব্যাপী রস উৎসব স্থগিত করা হয়েছে। ২৮ জানুয়ারী বিকেলে সংগঠনের এক জরুরী সভায় নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী ৩০ জানুয়ারী ২০১৮ নগরীর অশ্বিনী কুমার হলে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত লোক গান, মঞ্চ নাটক, চলচ্চিত্র প্রদর্শনী, নৃত্য’র মধ্য দিয়ে আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্য ফুটিয়ে তোলার মাধ্যমে রস উৎসব ২০১৮ উদযাপনের কথা ছিল। রস উৎসব-২০১৮ উদযাপন কমিটির আহবায়ক খন্দকার রাকিব জানান, আপতত রস উৎসব স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তারিখ নির্ধারণ করে সবাইকে জানিয়ে দেওয়া হবে। তিনি বলেন, বার্তা সম্পাদকদের নিয়ে সংগঠনটি পথচলা শুরু করলেও গ্রামীণ সংস্কৃতি আমরা সামনে নিয়ে আসতে চাই। সে কারনেই ভিন্ন ধরনের এই আয়োজন ছিল। তবে খুব অল্প সময়ে একটি বড় অনুষ্ঠান হাতে নেওয়ায় নির্ধারিত সময়ে আয়োজন পরিপূর্ণ করতে না পেরে ৩০ জানুয়ারীর উৎসব স্থগিত করা হয়েছে। নিউজ এডিটরস্ কাউন্সিল, বরিশালের সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান জানান, আয়োজনের পর থেকেই সবার কাছ থেকে ব্যাপক সারা পেয়েছি। উৎসাহ পেয়েছি। রস উৎসব-২০১৮ সাধারণ মানুষের মাঝে আগ্রহ সৃষ্টি করেছিল। কিন্তু আমাদের কিছু ত্রুটির কারনে ৩০ তারিখের আয়োজনকে স্থগিত করা হয়েছে। আমরা আশা করছি অল্প দিনের মধ্যে সফলভাবে আয়োজন করে মানুষের আগ্রহের সম্মান রাখতে পারব। সাময়িক স্থগিতের কারনে সকলের কাছে দু:খ প্রকাশ করেন তিনি।




Archives
Image
কলকাতা-আগরতলার মিশনপ্রধানদের ঢাকায় আনার বিষয়ে যা জানা যাচ্ছে
Image
বরিশালে লঞ্চের কেবিন থেকে যাত্রীর ৮টি পাসপোর্ট-ডলার উধাও
Image
নিখোঁজ যুবকের নম্বর থেকে টাকা চেয়ে মায়ের কাছে ফোন, পুলিশ বলছে সিম ক্লোন
Image
ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ
Image
বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে ভারতের ৪৯ গণমাধ্যম : রিউমর স্ক্যানার