Current Bangladesh Time
সোমবার জানুয়ারি ২০, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নাশকতা নাকি দুর্ঘটনা, তদন্ত চলছে : ফায়ারের ডিজি 
Friday December 27, 2024 , 3:19 pm
Print this E-mail this

সচিবালয়ে ভয়াবহ আগুন, ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত

নাশকতা নাকি দুর্ঘটনা, তদন্ত চলছে : ফায়ারের ডিজি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুনের কারণ উদঘাটনে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে তদন্ত কমিটির সদস্যরা সচিবালয়ে যান এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দুপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, আগুনের ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা, তা তদন্তের পর বলা যাবে। তিনি বলেন, এটি নাশকতা নাকি দুর্ঘটনা, এ বিষয়ে মন্তব্য করার মতো অবস্থা এখনো হয়নি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছি। বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। তদন্ত সাপেক্ষে বাকি কথা বলা যাবে। সচিবালয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে আগের সাত সদস্যের তদন্ত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করে বৃহস্পতিবার রাতে আট সদস্যের এ কমিটি গঠনের তথ্য এক অফিস আদেশে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। সকালে তদন্ত কমিটির সদস্যরা সচিবালয়ে যান এবং আগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন। এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও প্রবেশ করেছেন বলেও জানা যায়। বৃহস্পতিবারের মতো শুক্রবারও সচিবালয়ে সাংবাদিকদের যেতে দেওয়া হয়নি। বৃহস্পতিবার রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে এবং ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।




Archives
Image
বরিশালে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু
Image
অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন সমর্থন অব্যাহত থাকবে
Image
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে চিঠি দেবে দুদক
Image
সীমান্তে বিজিবিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি
Image
শিগগির ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা