প্রচ্ছদ » স্লাইডার নিউজ » নানা আয়োজনে সারা দেশে বাংলাদেশ কমেডি ক্লাবের বিশ্ব হাসি দিবস-২০১৮ উদযাপন
Sunday November 11, 2018 , 7:28 pm
উৎসবমুখরভাবে মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়ে হাসি দিবস উদযাপন শেষ হয়
নানা আয়োজনে সারা দেশে বাংলাদেশ কমেডি ক্লাবের বিশ্ব হাসি দিবস-২০১৮ উদযাপন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ”বাচঁতে হলে হাসতে হবে”-এই শ্লোগানকে সামনে রেখে পালিত হয় এ বারের বিশ্ব হাসি দিবসটি, বাংলাদেশে বিশ্ব হাসি দিবস উদযাপন শুরু হয় বাংলাদেশ কমেডি ক্লাবের হাত ধরে। প্রতি বছর বাংলাদেশ কমেডি ক্লাব ও সারাদেশে বিভাগ ও জেলায় গড়ে ওঠা বাংলাদেশ কমেডি ক্লাবের সকল অঙ্গসংগঠনগগুলো এই দিবসটি পালন করে থাকে। বাংলাদেশ কমেডি ক্লাবের ঘোষিত এ কর্মসূচীর মাধ্যমে বর্নাঢ্য র্যালি, কমেডি শো, পথ শো সহ বিভিন্ন আনন্দময় আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় দিবসটি। বাংলাদেশ কমেডি ক্লাবের সূচনায় ২০১৬ সাল থেকে সারাদেশে এই দিবস উদযাপন কার্যক্রম তরানিত্ব হয়। বাংলাদেশ কমেডি ক্লাবের সদস্যগণ ছাড়াও এ কার্যক্রমে অংশ নেয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, ছাত্র সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সারাদেশে সবগুলো কমেডি ক্লাব এক সাথে ‘র্যালি ও পথ কমেডি শো’ তে অংশগ্রহণ করে। বিকেল ৩.০০ টায় ব্যানারসহ সারা দেশের সব ক্লাব একসাথে র্যালি ও র্যালি শেষে দেশের সাধারণ মানুষেদের নিয়ে কমেডি শো এর মাধ্যমে উৎসবমুখরভাবে মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়ে হাসি দিবস উদযাপন শেষ হয়।