নিজস্ব প্রতিবেদক : নানা আয়োজনে বরিশালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন। শুক্রবার বেলা সাড়ে ১১টায় নগরীর লাইন রোড মোড় থেকে শুরু হয় জন্মাষ্টমীর র্যালি। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রামকৃষ্ণ মিশনে গিয়ে শেষ হয়। এর আগে লাইন রোড মোড় চত্বরে র্যালিপূর্বক একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের উদ্বোধন করেন-সমাজ সেবক বিজয় কৃষ্ণ দে, বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের ১নং প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলাম লিটু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ধর্মরক্ষিণী সভার সভাপতি রাখাল চন্দ্র দে ও ধর্মরক্ষিণী সভার সাধারণ সম্পাদক মৃণাল কান্তি সাহা, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার খায়রুল আলম, মোয়াজ্জেম হোসেন ভূঞা, ডা: ভাস্কর সাহা প্রমুখ।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন ও অসংখ্য ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।