Current Bangladesh Time
সোমবার জানুয়ারি ২০, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নাজিরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন 
Sunday March 18, 2018 , 10:41 am
Print this E-mail this

যুগান্তরের এইচ এম লাহেল মাহমুদ সভাপতি ও সমকালের ফিরোজ মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত

নাজিরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পিরোজপুরের নাজিরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে যুগান্তরের এইচ এম লাহেল মাহমুদ সভাপতি ও সমকালের ফিরোজ মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাবের ২৪ জন ভোটার বিরতিহীনভাবে শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১১টি পদের সভাপতি পদে পাঁচজন প্রার্থীর মধ্যে দৈনিক যুগান্তরের নাজিরপুর প্রতিনিধি এইচ এম লাহেল মাহমুদ ৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। একই পদে অন্য ৪ জন প্রার্থীর মধ্যে ইত্তেফাকের সিদ্দিকুর রহমান তুহিন, ভোরের ডাকের মোস্তাফিজুর রহমান লাভলু ও ভোরের কাগজের এইচ এম নাসির উদ্দিন প্রত্যেকে ৪ ভোট করে পান এবং একই পদে প্রতিদিনের সংবাদের বাবু সঞ্জীব কুমার রায় পেয়েছেন ৩ ভোট। সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থীর মধ্যে দৈনিক সমকালের ফিরোজ মাহমুদ ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তথ্য দর্পণের এস এম রোকনুজ্জামান পেয়েছেন ৯ ভোট। এছাড়া অপর প্রার্থী আমাদের সময়ের জ্যোতিষ চন্দ্র হালদার পেয়েছেন ২ ভোট। বাকি পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে দিনকালের আকরাম আলী ডাকুয়া সহ-সভাপতি, আমাদের কণ্ঠের এইচ এম দেলোয়ার (বার্তা সম্পাদক, বরিশাল মুক্তখবর.কম) সহ-সাধারণ সম্পাদক, ইনকিলাবের উথান মন্ডল অর্থ সম্পাদক, বাংলাদেশ সময়ের আল-আমীন হাজরা দপ্তর ও তথ্য-প্রযুক্তি সম্পাদক, আমার দেশের কে এম সাঈদ ও সাউথ-বাংলা নিউজের এস এম সীপার নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন। নির্বাচনে ভোট গ্রহণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান, জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ খান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব শেখ মো. আবুল বাশার, উপজেলা যুবলীগের সভাপতি এম. খোকন কাজী, সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি গোলাম কাদের, সম্পাদক মেহেদী হাসান প্রমুখ নির্বাচন পরিদর্শন করেন। নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাচন অফিসার এবিএম সিদ্দিক ও নাজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা শেখ জাকির আহমেদ।

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন

 




Archives
Image
বরিশালে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু
Image
শিগগির ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা
Image
বিসিসির ছাঁটাইকৃত পরিচ্ছন্নতাকর্মীদের মানববন্ধন
Image
বরিশালে আড়তেই পচছে ফুলকপি-বাঁধাকপি-শালগম, বিপাকে ব্যবসায়ীরা
Image
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই