অভিযুক্ত উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া সব অভিযোগ ভিত্তিহীন দাবি করেন
নাজিরপুর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
এইচ.এম. দেলোয়ার হোসেন : পিরোজপুরের নাজিরপুর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।রোববার সকাল ১০টায় উপজেলা প্রেস ক্লাব হল মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও কৃষক লীগের জাতীয় কমিটির সদস্য মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু।তবে অভিযুক্ত উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া সব অভিযোগ ভিত্তিহীন দাবি করেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আ. লতিফ,আলহাজ শেখ আবুল বাশার,সুলতান মাহামুদ খান প্রমুখ। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন,উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মিয়া নিয়ম-নীতির তোয়াক্কা না করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে স্থানীয় কিছু দালালের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন।২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ১ কোটি ৬ লাখ টাকার টেন্ডার কমিশনের মাধ্যমে তার (উপজেলা প্রকৌশলী) পছন্দের ঠিকাদারকে পাইয়ে দেয়ার উদ্দেশ্যে একত্রে টেন্ডার না দিয়ে ৩ ধাপে টেন্ডারটির আহ্বান করেন।এমন কি প্রথম ধাপের ৩০ লাখ টাকার কাজে মুন্না এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান শতকরা ১০ ভাগ কম দেয়া সত্ত্বেও তাকে কাজ না দিয়ে তার পছন্দের ঠিকাদারদের পাইয়ে দেন বলে অভিযোগ করেন।এছাড়া তার বিরুদ্ধে বালুর জাহাজে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্থ দেউলবাড়ি ইউনিয়নের সংযোগ খাল নাওটানা স্কুল সংলগ্ন ব্রিজ সংস্কারের ২ লাখ টাকা আদায় করে সংস্কারের কাজ না করে তা আত্মসাৎ,নানা প্রকল্প থেকে আত্মসাতের অভিযোগ করা হয়।