আটককৃত মনির ও সোহাগ শেখ দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে
নাজিরপুরে ৫১ পিস ইয়াবাসহ ১ মাদক বিক্রেতা আটক
এইচ.এম. দেলোয়ার হোসেন : পিরোজপুর জেলার নাজিরপুরে ৫১ পিস ইয়াবাসহ মো: মনির খান (২৮) নামের এক মাদক বিক্রেতাকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ গ্রেফতার করেছে।আটককৃত মনির উপজেলার সদর ইউনিয়নের পাতিলাখালী গ্রামের মোশারেফ হোসেন খানের পুত্র।এ ঘটানায় ওই মনির খান ও একই গ্রামের লতিফ শেখের পুত্র সোহাগ শেখ (৩০)-এই ২ মাদক ব্যাবসায়ীর নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।মামলা সূত্রে জানা গেছে,গত শুক্রবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে ওই গ্রামের হারুন শেখের বাড়ির সামনের রাস্তায় আটক মনির ও সোহাগ ইয়াবা বিক্রি করছিলো।এ সময় থানা পুলিশ এস আই (তদন্ত) সাইদূর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে সেখানে গেলে সোহাগসহ অন্যরা পালিয়ে যায়।আটক মনিরের সাথে থাকা একটি কৌটা থেকে ৫১ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির ১৪৬০ টাকা উদ্ধার করা হয়।থানা পুলিশ জানায়,আটককৃত মনির ও সোহাগ শেখ দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে।